ভেলা শিক্ষা কেন্দ্র-১
ভেলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে নশিপুর গ্রামে দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ।
।। স্টাফ রিপোর্ট ।।
ভেলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দিনাজপুর শহরের নশিপুর গ্রামে দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।
এই এলাকার ঝড়ে পড়া একটি শিশুও যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন ভেলা সমাজকল্যাণ সংস্থা। এই সংস্থাটির সহায়তায় গ্রামের শিশুদের পড়াশোর আলো বয়ে আনবে বলে এখানকার অভিভাবকরা মনে করেন। আমরা ভেলা সমাজকল্যাণ সংস্থার সাফল্য কামনা করি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলা সমাজকল্যাণ সংস্থার সন্মানিত সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা বর্নিমা দে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার মোঃ হায়দার আলী সানি ও শিক্ষক জয়া রাণী।

ভেলা শিক্ষা কেন্দ্র-২
বালুবাড়ী হরিজন পল্লীর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও টিফিন বিতরণ।
।। স্টাফ রিপোর্ট ।।

ভেলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দিনাজপুর শহরের বালুবাড়ী হরিজন পল্লীর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও টিফিন বিতরণ করা হয়। হরিজন পল্লীর শিশুরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন ভেলা সমাজকল্যাণ সংস্থা। নিয়মিত পাঠদান কর্মসূচি। দক্ষ শিক্ষক ও শিক্ষিকার সুশিক্ষায় শিশুদের শিক্ষার আলো বয়ে আনবে বলে এখানকার অভিভাবকরা মনে করেন, ভেলা সমাজকল্যাণ সংস্থাটি আমাদের ছেলে-মেয়েদের যত্ন সহকারে পড়াশোনা করান। আমাদের সন্তানরা আজ তাদের বিদ্যালয়ে ভালো ফলাফল অর্জন করছে। আমরা এই সংস্থাটির সফলতা কামনা করি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলা সমাজকল্যাণ সংস্থার সন্মানিত সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী। তিনি বলেন প্রত্যেকটি শিশু যেন আগামীতে ভালো কিছু করতে পারে সেই লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেলা সমাজকল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা বর্নিমা দে। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভেলা সমাজকল্যাণ সংস্থার প্রোগ্রাম অফিসার মোঃ হায়দার আলী সানি ও ভেলা সমাজকল্যাণ সংস্থার শিক্ষিকা মোছাঃ রুবিনা খাতুন প্রমুখ।
